• ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগের আয়োজনে কর্মশালা সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগের আয়োজনে কর্মশালা সম্পন্ন

মেট্রোপলিটন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দুই দিনব্যাপী ‘সামাজিক বিজ্ঞানে গবেষণা’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত এই কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে হুমায়ারা মান্নী। তিনি গবেষণার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

আয়োজিত কর্মশালার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ জাগানো এবং তাদের সামাজিক বিজ্ঞানের বিভিন্ন সমস্যা সমাধানে গবেষণার প্রয়োগ সম্পর্কে ধারণা প্রদান করা। বিশেষ করে, পরিসংখ্যানিক ডাটা বিশ্লেষণের কৌশল এবং রিসার্চ ডিজাইনে JASP সফটওয়্যারের ব্যবহারিক দিকগুলোতে গুরুত্ব দেওয়া হয়। এই সফটওয়্যারটি গবেষণার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং শিক্ষার্থীদের এই দক্ষতা ভবিষ্যতে তাদের গবেষণা ক্ষেত্রে সহায়তা করবে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা কর্মশালার উদ্বোধন করেন। তিনি তাঁর বক্তব্যে গবেষণার গুরুত্ব এবং শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ রানা, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান মো. গোলাম মোক্তাদির এবং সিনিয়র প্রভাষক মো. আমজাদ হোসেন প্রমুখ।

কর্মশালার দ্বিতীয় দিন অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।

আয়োজকরা জানান, মেট্রোপলিটন ইউনিভার্সিটির এই গবেষণা কর্মশালা শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ জাগিয়ে তুলেছে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও গবেষণামুখী করে গড়ে তুলবে বলে আশা করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন