• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাকৃবিতে সিকৃবি ভিসি ড. আলিমুল ইসলামের সংবর্ধনা

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪
বাকৃবিতে সিকৃবি ভিসি ড. আলিমুল ইসলামের সংবর্ধনা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাইক্রোবায়োলজিস্ট ও ভাইরোলজিস্ট প্রফেসর ড.মো. আলিমুল ইসলাম যোগদান করায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সিলেটের রেস্তোরাঁ

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাকৃবিতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভিসি প্রফেসর ড. এ.কে.ফজলুল হক ভূঁইয়া।

এসময় তিনি বলেন, প্রফেসর ড.মো. আলিমুল ইসলামের নেতৃত্বে সিকৃবি দেশের অন্যতম সেরা কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে। সংবর্ধিত অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো.আলিমুল ইসলাম সিকৃবিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, সিকৃবির ৭ম ভিসি হিসেবে ড.আলিমুল ইসলাম ২০ অক্টোবর যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন