• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে বাড়ির রাস্তা নিয়ে সংঘর্ষে মহিলা নিহত

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০১৮
ছাতকে বাড়ির রাস্তা নিয়ে সংঘর্ষে মহিলা নিহত

ছাতক প্রতিনিধি : ছাতকে বাড়ির রাস্তা নিয়ে সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছেন। তিনি ছাতক থানার দক্ষিণ কুর্শি গ্রামের ফারুক মিয়ার স্ত্রী জোছনা বেগম। গতকাল দুপুরে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা শফিক মেম্বারের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক থানার দক্ষিণ কুর্শি গ্রামের ফারুক মিয়া ও তার প্রতিবেশি শফিক মেম্বারের মধ্যে ঝগড়াঝাটি লেগেই আছে। আগেও উভয় পক্ষের মধ্যে হামলা মামলার ঘটনা ঘটেছে। এরই জের ধরে ফারুক মিয়ার বাড়ি থেকে বের হবার রাস্তায় দেয়াল নির্মানের কাজ শুরু করেন শফিক মেম্বার। ২০১৭ সালে শফিক মেম্বার জোরপূর্বক এই দেয়ার নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় কাজ বন্ধ রাখা হয়। প্রায় ৪ মাস পর গত ১০ ফেব্রুয়ারি আবারো শফিক মেম্বার এই দেয়াল নির্মানের কাজ শুরু করেন। এতে বাধা দেন ফারুক মিয়ার পুত্র মো. মিনহাজুল ইসলাম। তখন শফিক মেম্বারের পুত্র শামীম ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে মিনহাজুলকে মারতে আসলে ছেলেকে বাচাতে মা এগিয়ে আসেন। তখন আঘাতপ্রাপ্ত পান মিনহাজুলের মা জোছনা বেগম। মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে নিহতের পুত্র মো. মিনহাজুল ইসলাম অভিযোগ করেন, ছাত্রলীগ সন্ত্রাসী শামীম পরিকল্পিতভাবে তার মাকে হত্যা করেছে। বাড়ি থেকে বের হবার ১০ ফুট রাস্তার ৫ ফুট জোরপূর্বক দখল করে শফিক মেম্বার ওয়াল নির্মাণ করতে চান। আর এ ওয়াল নির্মাণ করা হলে আমাদের বাড়ি থেকে বের হবার রাস্তা বন্ধ হয়ে যাবে। এর প্রতিবাদ করায় শামীম ও তার সন্ত্রাসী বাহিনী আমার মাকে হত্যা করেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন