• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মোগলাবাজারে শিবির কর্মীর ওপর দুর্বৃত্তদের হামলা অভিযোগ : হামলাকারীরা ছাত্রলীগ কর্মী

Daily Jugabheri
প্রকাশিত মে ১০, ২০১৯
মোগলাবাজারে শিবির কর্মীর ওপর দুর্বৃত্তদের হামলা অভিযোগ : হামলাকারীরা ছাত্রলীগ কর্মী

স্টাফ রিপোর্টার : মোগলাবাজারে ছাত্রশিবির কর্মীর উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল, বৃহস্পতিবার (০৯ মে ২০১৯) বিকেলে একদল সন্ত্রাসী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে ছাত্রশিবির কর্মী রায়হান উদ্দীন সাজুর (১৯) উপর হামলা চালায়। সাজু মোগলাবাজার থানার সুরি গাঁও গ্রামের বাসিন্দা সেলিম উদ্দিনের ছেলে । হামলায় গুরুতর আহত হন তিনি। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা অনুমান ৭টার দিকে মোগলা বাজার থেকে ব্যক্তিগত কাজ শেষে রিকশাযোগে বাশায় যাওয়ার পথে দাউদপুর এলাকায় এসে পৌঁছালে একদল দুর্বৃত্ত “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে অতর্কিত তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে, অচেতন রায়হানকে মৃত ভেবে হামলাকারীরা ফেলে রেখে মোটর সাইকেল যোগে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” শ্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে। রায়হানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রায়হান উদ্দীন সাজুর পিতা সেলিম উদ্দিন এ ঘটনা সন্মন্ধে বলেন। তাঁর ছেলের কারো সাথে ব্যাক্তিগত কোনও বিরোধ নেই। কিন্তু তার ছেলে সম্প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান করার পর স্থানীয় ছাত্রলীগসহ সরকারি দলের লোকজনের কাছ থেকে নানরকম হুমকি আসছিলো। আজ তাকে মারধর সময় দুর্বৃত্তরা “জয় বাংলা-জয় বঙ্গবন্ধু” শ্লোগান দিচ্ছিল। যা থেকে নিশ্চিত আওয়ামী লীগ, ছাত্রলীগ এই হামলা করেছে।

তবে এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে উপজেলা ছাত্রলীগ নেতা মহসিন আহমদ। তিনি জানান, তারা এ বিষয়ে কিছু জানেন না। কে বা কারা এ হামলা চালিয়েছে তার জানা নেই। এ ঘটনায় তার নিজের কিংবা ছাত্রলীগের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় কোনো মামলা হয়নি। ছাত্রশিবিরের দাবী, সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। তবে এ বিষয়ে ভিকটিম রায়হানের মা শিপা বেগম মোগলাবাজাক থানায় একটি জিডি এন্ট্রি করেছেন।

সংবাদটি শেয়ার করুন