• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অনুপ্রবেশকারীদের টার্গেট সিলেট সীমান্ত !

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৪
অনুপ্রবেশকারীদের টার্গেট সিলেট সীমান্ত !

সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকারীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। সেই সঙ্গে ভারত থেকে দেশে ফিরতেও এই সীমান্ত ব্যবহার করা হচ্ছে। এতে সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারকারী চক্র। সাম্প্রতিক সময়ে

সিলেটে বিভাগের বিভিন্ন সীমান্তে অনেকেই ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক হয়েছেন।

পরিসংখ্যান বলছে- গত ১ নভেম্বর থেকে চলতি মাসের ৫ ডিসেম্বর (৩৫ দিন) পর্যন্ত নারী-পুরুষ, শিশু, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিসহ অন্তত ৩৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গণমাধ্যমে অপ্রকাশিত হিসেব ধরলে এ সংখ্যা আরো বেশী হতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট বিভাগের সঙ্গে ভারতে মেঘালয়, ত্রিপুরা ও আসাম রাজ্যের সঙ্গে যুক্ত। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য শিক্ষা ও জরুরি চিকিৎসা ছাড়া সব ধরনের ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে ভারত। এ সিদ্ধান্ত হওয়ার পর থেকেই সিলেট বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের মাত্রা বেড়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা।

অনুপ্রবেশকারীদের সহজ পথ হিসেবে ভারতে গমনেচ্ছুরা সিলেটের গোয়াইঘাট উপজেলার তামাবিল, কানাইঘাটের দনা, জকিগঞ্জ, সুনামগঞ্জে তাহিরপুর, দোয়ারাবাজার, হবিগঞ্জে মাধবপুরসহ সিলেট বিভাগের সীমান্ত এলাকাগুলোকে বেছে নিচ্ছেন।

সর্বশেষ ৫ ডিসেম্বর বিয়ানীবাজার উপজেলার সীমান্ত পিলারের (১৩৫৯/৫) নিকটতম এলাকা বড়তল দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় তিন মহিলা ও একশিশুসহ ৫ জনকে আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদে তারা জানান, দালালের মাধ্যমে গত ৩ ডিসেম্বর কুমিল্লার বাগরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং ত্রিপুরা থেকে বাসে গৌহাটি যাবার পথে কাস্টমস চেক পোষ্টে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়েন। দুইদিন পর বৃহস্পতিবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।

এছাড়া ২৪ নভেম্বর মাধবপুর সীমান্তবর্তী এলাকা থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন নারীসহ ৬ জনকে আটক করে বিজিবির অধীনস্থ ব্যাটালিয়ন ২৫ বিজিবি।

১৯ নভেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে অনুপ্রবেশ করায় ৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করে বিজিবি।

২৩ নভেম্বর কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে দুজন, ২৮ নভেম্বর হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মা-ছেলে আটক হন। ১২ নভেম্বর হবিগঞ্জের মাধবপুর সীমান্তে বৈদেশিক মুদ্রা এক যুবক আটক হন। ১২ নভেম্বর গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী মায়াবী ঝর্ণা এলাকা থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪ নারীকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন