• ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বড়লেখা প্রেসক্লাবের উদ্যোগে দুই সাংবাদিককে সংবর্ধনা

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৪
বড়লেখা প্রেসক্লাবের উদ্যোগে দুই সাংবাদিককে সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলামের নেপাল ইন্টারন্যাশনাল এক্সেলেন্স গোল্ডের অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন এবং বিলেতের লন্ডন বাংলা চ্যানেল-এর সম্পাদক টকশো ব্যক্তিত্ব প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোর স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বড়লেখা প্রেসক্লাব রোববার রাতে বড়লেখা পৌরশহরের ইয়াম্মি রেস্টুরেন্টে এই সংবর্ধনার আয়োজন করে।

সভার শুরুতে গত ২১ নভেম্বর বড়লেখা প্রেসক্লাবের সদস্য মইনুল ইসলামের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীন।

প্রেসক্লাবের সহসভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক অধ্যাপক আব্দুস শহীদ খান এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ও মাদ্রাসা শিক্ষক কাজী এনামুল হক।

সংবর্ধিত অতিথির বক্তব্য দেন লন্ডন বাংলা চ্যানেল-এর সম্পাদক টকশো ব্যক্তিত্ব আব্দুর রব ভুট্টো ও বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত।

অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি ইকবাল হোসেন স্বপন, সদস্য লিটন শরীফ, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, সাংবাদিক আজাদ বাহার জালালী, প্রচার সম্পাদক তপন কুমার দাস, সদস্য মস্তফা উদ্দিন প্রমুখ।

পরে অতিথিবৃন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত দুই গুণি সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন