• ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই রজব, ১৪৪৬ হিজরি

দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে স্কুলছাত্র নি হ ত

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৫
দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে স্কুলছাত্র নি হ ত

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ১ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জগন্নাথপুর উপজেলার কোন্দানালা ও দাড়াখাই সেতুর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর তাহফিমুল হাসান আবির (১৪) শান্তিগঞ্জ উপজেলার হলদারকান্দি গ্রামের মোঃ আমির হোসেনের একমাত্র পুত্র ও জগন্নাথপুর স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। নিহত আবির পরিবারের সাথে জগন্নাথপুর পৌরশহরে একটি ভাড়া বাসায় বসবাস করতো। তার পিতা জগন্নাথপুর বাজারের লাইব্রেরি ব্যবসায়ী ও মাতা স্কুল শিক্ষিকা সুলতানা জাহান নীলা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবির ও তার সম্পর্কে চাচা আবু তালেব মোটরসাইকেলযোগে নিজ গ্রাম হলদারকান্দি থেকে জগন্নাথপুরের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে কোন্দানালা ও দাড়াখাই সেতুর মধ্যবর্তী স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেল সংঘর্ষে বাঁধে। এতে আবির ও তালেব আহত হয়। গুরুতর আহত আবিরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আহত আবু তালেবকে প্রাথমিক চিকিৎসা শেষে জগন্নাথপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। মরদেহ জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের হিমাগারে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন