• ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় চা শ্রমিক নিহত

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২২
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় চা শ্রমিক নিহত

হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগামী মিনি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে শশী সবর (৬৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ বৃহস্পতিবার সকাল সাতটায় ঢাকা-সিলেট মহাসড়কে বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শশী সবর মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ১০ নম্বর ডিভিশনের মৃত শম্ভু সবরের ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন- উপজেলার তেলিয়াপাড়ার হৃদয় মিয়া (২৫), একই এলাকার সন্তোষ সবর (২৫), দিলীপ সবর (২৮), শাহপুর গ্রামের ফজলু মিয়া (৫০) ও পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার বারঘরিয়া গ্রামের মঞ্জিল মিয়া (৪০)।

আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন