সুনামগঞ্জের শান্তিগঞ্জে জামায়াতে ইউনিয়ন ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারি দায়িত্বশীলদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টায় অনুষ্ঠিত এই কর্মশালায় উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদের পরিচালনায় ও সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসাইনের ব্যবস্থাপনায় এবং সহকারী সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন জেলা উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন-
সিলেট জজ কোর্টের আইনজীবী এডভোকেট ইয়াছিন খান, তরবিয়ত সেক্রেটারি মাওলানা আস্রাফ আলী।
আরো উপস্থিত ছিলেন- উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রায়েজ নুর, উপজেলা টীম সদস্য তাজুল ইসলাম, শ্রমিক কল্ল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক মামুন আহমেদ প্রমুখ৷
এসময় উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।