• ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা শাবান, ১৪৪৬ হিজরি

বাতিল হতে পারে মাধবপুর পৌরসভা

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৫
বাতিল হতে পারে মাধবপুর পৌরসভা

৫০ হাজারের চেয়ে কম জনসংখ্যার পৌরসভাকে বাতিলের সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মাধবপুর পৌরসভা বাতিল হতে পারে।

 

কমিশন মাঠ পর্যায়ে মতামত নেওয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছে । এখন চলছে সংকলন কার্যক্রম। এরপর আরেক দফা যাচাই-বাছাই শেষে প্রতিবেদন ফেব্রুয়ারির শেষ দিকে জমা দেওয়ার প্রস্তুত সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন হলে মাধবপুর পৌরসভা বাতিল হতে পারে।

 

জানা গেছে, মাধবপুর পৌরসভা মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯ শত ৮৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১ শ ৭, আর নারী ভোটার ৭ হাজার ৮ শত ৮০ জন। ২০১১ সালের আদমশুমারী অনুসারে মাধবপুর পৌরসভার লোক সংখ্যা ২১,৯৩০ জন; যাদের ১১,১০৬ জন পুরুষ এবং ১০,৮২৪ জন মহিলা।

সংবাদটি শেয়ার করুন