• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

করোনায় সুনামগঞ্জের স্বাস্থ্য প্রকৌশলীর মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২০
করোনায় সুনামগঞ্জের স্বাস্থ্য প্রকৌশলীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি :::
করোনায় মারা গেছেন সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারি প্রকৌশলী এমএ মালেক। রোববার সকালে তিনি রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন আহমদ।
জানা গেছে, সম্প্রতি করোনায় আক্রান্ত হন এমএ মালেক। তিনি ঢাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। করোনায় আক্রান্ত হওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হলে তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন।
রোববার সকালে তিনি মৃত্যুবরণ করেন। সুনামগঞ্জ জেলায় করোনায় এই পর্যন্ত করোনায় ২৫ জন মারা গেছেন। ২ হাজার ৪৪৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮২জন।

সংবাদটি শেয়ার করুন