• ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

দিরাই সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৫
দিরাই সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

দিরাই সাংবাদিক ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় স্থানীয় জামিয়া মার্কেটে সংগঠনের কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। যেখানে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি ইফতেখার মো. নাবিল। এতে বিগত দিনের কর্মকাণ্ড, আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে সদস্যদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় করা হয়।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মোঃ বদরুজ্জামান বদরুলকে আহ্বায়ক ও সৈয়দ উমেদ আলীকে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন মোঃ সুহানুর রহমান সুমন, মওদুদ আহমেদ, নাছির উদ্দীন, গোলাম জিলানী ও পাভেল হাসান।

নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন