• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বীরগাঁওয়ে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫
বীরগাঁওয়ে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলার পুর্ব বীরগাঁও ইউনিয়ন শাখার আয়োজনে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) উপজেলার পুর্ব বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুম আহমেদ জুসেফ আহমেদ এর বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জজকোর্টের এপিপি এডভোকেট মুহাম্মদ ইয়াসিন খান৷

সিলেট জেলা ভ্রমণ প্যাকেজ

 

পুর্ব বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুম আহমেদ জুসেফের সভাপতিত্বে ও সেক্রেটারি সুহেল আহমেদ শিশু ও জামায়াত নেতা সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা জামায়াতে আমির হাফেজ আবু খালেদ, সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসাইন ও শান্তিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ রায়েজ নুর।

সভায় আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার রুখন মাওলানা শাহজামাল আহমেদ, কাজি নুরুল হক শান্তিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আফসার আহমেদ, মাওলানা জুবায়ের আল মাহমুদ, দিলোয়ার হোসাইন ও রুমেল আহমেদ প্রমুখ৷

এসময় জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন