• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে সাবেক ছাত্রদল নেতার বাড়ীতে দুর্বৃত্তদের হামলা : মা আহত

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫
জগন্নাথপুরে সাবেক ছাত্রদল নেতার বাড়ীতে দুর্বৃত্তদের হামলা : মা আহত

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসী সাবেক ছাত্রদল নেতার বাড়ীতে একদল দুর্বৃত্ত কর্তৃক হামলার অভিযোগ উঠছে। হামলায় ঐ ছাত্রদল নেতার ভাই আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে জগন্নাথপুর উপজেলার খাগাউড়া গ্রামের হরুল মিয়ার পুত্র যুক্তরাজ্য প্রবাসী হামিদ মিয়ার বাড়ীতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় তার মা জয়ফুল বিবি আহত হয়েছেন। দুর্বৃত্তরা বাড়ীতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে বলেও অভিযোগ উঠছে। এই ঘটনার জন্য আওয়ামী সন্ত্রাসীদের দায়ী করছেন স্থানীয়রা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের হরুল মিয়ার পুত্র হামিদ মিয়া কয়েক বছর থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানে থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত শেখ হাসিনা সরকারের নানা সমালোচনা করছেন। এর জের ধরে বিগত আওয়ামী সরকারের আমলে তার পরিবারের সদস্যদের একাধিক বার হুমকী-ধামকী দেয়া হয়েছে। এদিকে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে সংঘটিত ছাত্র আন্দোলনে তিনি ছাত্র-জনতার পক্ষে সব সময় সক্রিয় ছিলেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা তার পরিবারকে নানাভাবে হুমকী-ধামকি দিয়ে আসছিল। গত ৫ আগস্ট জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী সন্ত্রাসীরা আত্মগোপনে থাকলেও বিরোধী নেতাকর্মীদের বাসা-বাড়ীতে চোরাগুপ্তা হামলা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রাতে সাবেক ছাত্রদল নেতা হামিদ মিয়ার বাড়ীতে হামলা চালানো হয়। ঐ সময় বাসায় থাকা হামিদ মিয়ার মা জয়ফুল বিবি সন্ত্রাসীদের বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে মারাত্মক আহত করে। এসময় তার একটি হাত ভেঙ্গে যায়। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে দায়িত্বরত চিকিৎসকগণ জানিয়েছেন।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মো. রুহুল আমীন বলেন, এই ঘটনার বিষয়টি আমিও শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন