কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার শহরউল্লাহ বাজারের ব্যবসায়ী ঝিঙ্গাবাড়ী ইউপির দলইমাটি গ্রামের আব্দুর রহিমের পুত্র এবাদুর রহমানকে উপর্যুপরি মারধর করে পায়ে গুরুতর জখমের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত ২৪ নভেম্বর বাদী হয়ে এবাদুর রহমান সিলেটের বিজ্ঞ আদালতে তাকে মারধর সহ পায়ে গুরুতর জখমের ঘটনায় স্থানীয় নোয়াগাঁও গ্রামের আহমদ হোসেনের পুত্র শাহিন আহমদ, নাজিম উদ্দিন ও খলা গ্রামের সুরুজ আলীর পুত্র রুহেল আহমদের বিরুদ্ধে দরখাস্ত মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত দরখাস্ত মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কানাইঘাট থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন। সেই আলোকে থানায় ২৬ নভেম্বর দরখাস্ত মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করে পুলিশ। ব্যবসায়ী এবাদুর রহমান জানান, গত ৩ নভেম্বর বিকেল ২টার দিকে বাড়ি ফেরার পথে গাছবাড়ী বাজার চৌমোহনীতে উল্লেখিত আসামীগণ তাকে বেদড়ক মারপিট সহ পায়ে গুরুতর জখম করে। এ ঘটনায় কোন বিচার না পেয়ে তিনি আদালতে ২৬ নভেম্বর দরখাস্ত মামলা দায়ের করলে আদালত তার অভিযোগটি আমলে নিয়ে এফআইআর করেন। এ ঘটনায় তিনি ন্যায় বিচার দাবী করেছেন।