মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ। জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতাকালীন কমিটির সভাপতি আল আজাদ, লিয়াকত শাহ ফরিদী, আব্দুল মুকিত, মুকিত রহমানী, মঈন উদ্দিন, দিপু সিদ্দিকী, অপূর্ব শর্মা, মামুন হাসান, আবুল মোহাম্মদ, সাঈদ চৌধুরী টিপু, এস সুটন সিংহ, দেবাশীষ দেবু, সাদিকুর রহমান সাকী, এ এইচ আরিফ, সৈয়দ রাসেল, ছামির মাহমুদ, তালুকদার আনোয়ারুল ইসলাম পারভেজ, শফিকুর রহমান চৌধুরী, ইউছুফ আলী, মাহমুদ হোসেন, আমিনুল হক শিপন, মোস্তাফিজুর রহমান রোমান, সজল ঘোষ, নোমান বিন আরমান, জিল্লুর রহমান জিলু, রবি কিরণ সিংহ রাজেশ, এম এ মালেক, শংকর দাস, অমল কৃষ্ণ দেব, মঞ্জুর হোসেন খান, রায়হান উদ্দিন, মুজিবুর রহমান ডালিম, মো. মেহিদ হোসেন, নুরুল হক শিপু, আশফাক চৌধুরী রাজু, আজমল খান, মো আবু বক্কর, শেখ মো. লুৎফুর রহমান, শফিকুল হক শফি, মো. সুলতান আহমদ, ইয়াহইয়া মারুফ, রফিকুল ইসলাম কামাল, রাশেদুল শোয়েব, মো. আব্দুল আহাদ, মো. একরাম হোসেন, আনোয়ার হোসেন, সোহেল আহমদ পাপ্পু, দিব্য জ্যোতি সী, শাহজাহান সেলিম বুলবুল, সালমান ফরিদ, জামিল আহমেদ, ভবরঞ্জন মৈত্র বাপ্পা, ছাদেক আহমদ আজাদ, জিকরুল ইসলাম, মৃণাল কান্তি দাস, সোহেল আহমদ, মোখলেছুর রহমান, সোহাগ আহমদ, অমিতা সিনহা, নিজামুল হক লিটন ও সহযোগী সদস্য এমদাদুল হক মান্না।
এছাড়া, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি সাত্তার আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ওলিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিনুল হক তুহিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, পাঠাগার সম্পাদক কাইয়ুম উল্লাস, দপ্তর সম্পাদক ইমরান আহমদ, নির্বাহী সদস্য এস এম রফিকুল ইসলাম সুজন, নুরুল ইসলাম, সুব্রত দাস ও শাহীন আহমদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভার শুরুতে ওলিউর রহমান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং ভব রঞ্জন মৈত্র বাপ্পা পবিত্র গীতা পাঠ করেন।
পরে বর্তমান মেয়াদকালীন সময়ে ক্লাবের দু’বারের নির্বাচিত সভাপতি আজিজ আহমদ সেলিম ও বিভিন্ন সদস্যদের নিকটাত্মীয়দের মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়। এছাড়া নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল অসুস্থ থাকায় তার লিখিত সাধারণ সম্পাদকের পাঠ করে শোনান সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। ক্লাবের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না।
সাধারণ সভার উন্মুক্ত আলোচনা পর্বে ক্লাবের সদস্যগণ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর দ্বি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সমর্থনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও কোষাধ্যক্ষের প্রতিবেদন অনুমোদিত হয়। এসময় আলোচকগণ ক্লাবের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের জন্য বিভিন্ন দিক-নির্দেশনামূলক সুপারিশও প্রদান করেন। তাছাড়া তারা প্রত্যেকেই অসুস্থ সাধারণ সম্পাদকের আশু রোগমুক্তি কামনা করেন।
উন্মোক্ত আলোচনা পর্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল আজাদ, অপূর্ব শর্মা, দেবাশীষ দেবু, এ এইচ আরিফ, সৈয়দ রাসেল, শফিকুর রহমান চৌধুরী, রবি কিরণ সিংহ, নুরুল হক শিপু, আজমল খান, ইয়াহইয়া মারুফ, শাহজাহান সেলিম বুলবুল ও অমিতা সিনহা। প্রেস-বিজ্ঞপ্তি।