• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে কানাইঘাটে যুবলীগের বিক্ষোভ মিছিল

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২০
জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে কানাইঘাটে যুবলীগের বিক্ষোভ মিছিল

কানাইঘাট প্রতিনিধিঃ জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কানাইঘাট উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় কানাইঘাট বাজারে অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজারে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম মাহবুবুল আম্বিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগ নেতা ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীম, পৌর যুবলীগের আহ্বায়ক জামাল উদ্দিন সেলিম, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক হারিছ উদ্দিন, যুবলীগ নেতা আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, শফিউল আলম শামীম, শাহাব উদ্দিন।
উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইয়াহিয়া, ফখরুল ইসলাম, মখলিছুর রহমান পাশা, নজরুল ইসলাম রাজু, নজরুল ইসলাম বেলাল, দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন, জাহাঙ্গীর আলম রানা, জসীম উদ্দিন, শিহাব উদ্দিন, রোমান, কাওছার, রুবেল আহমদ সাগর, কামরুল, হাসান আহমদ মতি, আহমদ সিরাজী, সুফিয়ান, কাওছার, ইমরান, কিবরিয়া, ছাত্রলীগ নেতা মতিউর রহমান, আলমগীর হোসেন।
সভায় বক্তারা বলেন, উগ্র মৌলবাদী গোষ্ঠী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব অপশক্তির বিরুদ্ধে জবাব দিতে যুবলীগ রাজপথে প্রস্তুত রয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে কেউ বাঁধা প্রদান করলে যুবলীগ তাদের প্রতিহত করবে।

সংবাদটি শেয়ার করুন