• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ২৩, ২০২১
বিশ্বনাথে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

বিশ্বনাথ প্রতিনিধি :::
গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে সিলেটের বিশ্বনাথে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ ৩জনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নেয়া হয়েছে। সোমবার রাতে উপজেলার শ্রীধরপুর গ্রামের ওয়ারিছ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন গৃহকর্তা ওয়ারিছ আলী (৭০), তার স্ত্রী দিলারা বেগম (৬০), ছেলে মঈনুল ইসলাম (২৬), ফয়সল আহমদ (২৩), ভাইপো নাঈম আহমদ (১৭) ও পৌত্র কামরান মিয়া (২২)।
স্থানীয়রা জানান, ওয়ারিছ আলীর রান্নাঘরে রাখা গ্যাসের সিলিন্ডারের পাশে চুলা জ্বালিয়ে রাতের খাবার প্রস্তুত করছিলেন তারা। পরে সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছে বুঝতে পেরে তারা পানি ঢেলে চুলার আগুুন নেভান। এসময় আগুনের ফুলকি উঠে গিয়ে সিলিন্ডারের উপুর পড়লে তা বিস্ফোরিত হয় তারা। বিস্ফোরণের পুড়ে যায় ফ্রিজ ও রান্নাঘরের সকল আসবাবপত্র। পরে পড়শিরা উদ্ধার করে দগ্ধদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওসমানী হাসপাতাল থেকে রাতেই দগ্ধ মঈনুল, ফয়সল ও দিলারা বেগমকে রাতেই উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নেয়া হয় বলে জানান তারা।

সংবাদটি শেয়ার করুন