• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল বিজিবি

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ২৬, ২০২১
সিলেটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল বিজিবি

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিজিবি সিলেট সেক্টরের উদ্যোগে এ অঞ্চলের স্থানীয় তৎকালীন ইপিআর এর ২৫ জন বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার ৪৮ বিজিবি’র ব্যবস্থাপনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. মাসুদ করিম। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের অভ্যর্থনা, তাদের অবদানের স্বীকৃতি বিষয়ে আলোচনা সভা, চা-চক্র ও উপহার সামগ্রি বিতরণ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ৪৮ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, বিজিবি ১৯ অধিনায়ক লে. কর্ণেল মো. রফিকুল ইসলাম, বিজিবি’র অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মেসবাহ্ উদ্দীন রাসেল, ও ৪৮ এর উপ অধিনায়ক মেজর বিএম সামিন মনোয়ার উপস্থিত ছিলেন।  প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন