• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাংবাদিককে প্রাণ নাশের হুমকি

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ২৮, ২০২১
সাংবাদিককে প্রাণ নাশের হুমকি

যুগভেরী ডেস্ক ::: মিরসরাই উপজেলা এলাকায় কর্মরত সাংবাদিক আশরাফ উদ্দিনকে প্রাণ নাশের উপর্যুপরি হুমকি দেওয়া হয়েছে। শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় এ ঘটনায় মিরসরাই থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।

জানা গেছে, উপজেলার সোনা পাহাড় এলাকার আরশি নগর ফিউচারপার্কে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় সংবাদ প্রকাশ করে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার মিরসরাই উপজেলা প্রতিনিধি ও মিরসরাই প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. আশরাফউদ্দিন।

গত বৃহস্পতিবার (২৫ মার্চ) সংবাদ প্রকাশের পর তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে একের পর এক হুমকি দিতে থাকে পার্ক কর্তৃপক্ষের লোকজন। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সাংবাদিক আশরাফ নিজে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে মিরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘আমরা ডায়েরি গ্রহণ করেছি। ঘটনার তদন্ত করছেন ওসি অপারেশন দিনেশ চন্দ্র দাশ। ’

উল্লেখ্য, আরশিনগর ফিউচার পার্ক নামের প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারি মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন দিদার।

সংবাদটি শেয়ার করুন