• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

যাত্রাবাড়ীতে পার্কিং করা বাসে আগুন

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ২৮, ২০২১
যাত্রাবাড়ীতে পার্কিং করা বাসে আগুন

যুগভেরী ডেস্ক ::: রাজধানীর যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, যাত্রাবাড়ী জনপদ মোড় এলাকায় রাইদা পরিবহনের একটি পার্কিং করা বাসে হঠাৎ আগুন ধরে যায়। পরে আগুন নিভিয়ে ফেলা হয়। ধারণা করা হচ্ছে পার্কিং করা বাসে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, যাত্রাবাড়ীতে একটি বাসে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়।

এর আগে শনিবার দুপুরে যাত্রাবাড়ী-গাজীপুর রুটে চলাচলকারী তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন