• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

খাদিমপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ বিজয়ী

Daily Jugabheri
প্রকাশিত এপ্রিল ৫, ২০২১
খাদিমপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ বিজয়ী

ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের খাদিমপুর নিউ মার্কেট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ব্যবসায়ীদের গোপন ভোটে যুবলীগ নেতা আজিজুর রহমান নানুকে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজসেবী সাজ্জাদুর রহমান সাজ্জাদ। শনিবার অনুষ্টিত দিন ব্যাপি ভোটগ্রহন কার্যক্রম শেষে বিকালে ফলাফল ঘোষনা করেন নির্বাচনের রিটানিং কর্মকর্তার দ্বায়িত্বে থাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: নেয়ামত শরিফ। নির্বাচনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উমরপুর ইউপি চেয়ারম্যান মো: গোলাম কিবরিয়াসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।বিজয়ী হওয়ার প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান জানান,সমাজ কল্যানে কাজ করার সুবাধে খাদিমপুর বাজারের কল্যাণকর সকল কার্যক্রমের সবসময়ই তৎপর রয়েছি। ব্যবসায়ীদের সার্বিক স্বার্থ রক্ষার জন্য বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলাম।নির্বাচনে ব্যবসায়ীরা তাদের আমানত আমাকে দিয়ে বিজয়ী করেছেন আমি তাদের কাছে চির ঋৃণি হয়ে গেলাম। ব্যবসায়ীদের সাভিৃক স্বার্থ রক্ষাসহ তাদের যাবতীয় সমস্যার সমাধানের পাশাপাশি ব্যবসায়ীবৃন্দসহ তাদের প্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তায় নিশ্চয়তের মাধ্যমেসহ বাজারের সর্ব প্রকার পরিবেশ ভাল রাখার চেষ্ঠা চালিয়ে যাব।

সংবাদটি শেয়ার করুন