ওসমানীনগর প্রতিনিধিঃ
দৈনিক প্রথমআলো পত্রিকার জ্যৈষ্ঠ ও মেধাবী সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথিত কর্মকর্তা কর্তৃক হেনস্তার প্রতিবাদে ও তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে জেলে পাঠানোর প্রতিবাদে এবং তার মুক্তির দাবীতে মানববন্ধন করেছে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব। বুধবার (১৯ মে) বিকেল ৩ টায় ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রেসক্লাব নেতৃবৃন্দ ছাড়াও আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন(আসক) ওসমানীনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশের পরিচালনায় বক্তব্য রাখেন
ক্লাবের সহ-সভাপতি লিলুউর রহমান পংকি,যুগ্ম সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ চৌধুরী,দপ্তর সম্পাদক ফজলু মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্মল দাশ মন্টু, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুর রহমান খাঁন, সদস্য আহমদ মালিক, আন্তজার্তিক মানবাধিকার সংস্থা (আসক) ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি হাজী আব্দুর রউফ সহসভাপতি সৈয়দ আশরাফ আলী, আব্দুল খালিক,সালেহ আহমেদ, প্রমুখ,বক্তারা বলেন সরকারের নিকট রোজিনা ইসলাম কে অবিলম্বেনিঃশর্ত মুক্তি প্রদান সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদঘাটন করা হউক।