• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কোভিড-১৯ প্রতিরোধে ব্র্যাকের উদ্যোগে মাস্ক বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত জুন ১৬, ২০২১
কোভিড-১৯ প্রতিরোধে ব্র্যাকের উদ্যোগে মাস্ক বিতরণ

সিলেট জেলার কোভিড-১৯ প্রতিরোধে ব্র্যাকের উদ্যোগে মঙ্গলবার (১৫ই জুন) চৌহাট্টা পয়েন্টে মাস্ক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল। আইইডিসিআর কর্তৃক ঘোষিত কোভিড-১৯ উচ্চ সংক্রমিত ঝুঁকিপূর্ন সিলেট জেলায় ব্র্যাক কর্তৃক ‘‘কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দুর্গ’’ নামক প্রকল্পের অধীনে সিলেট জেলায় ১০ লক্ষ ২৯ হাজার ৮৫০টি টি মাস্ক বিতরণ করা হয়। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের যোগ্য নেতৃত্বে ব্র্যাক উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ঘোষিত করোনা ভাইরাসের উচ্চ ঝুকিপূর্ন জেলাগুলোর মধ্যে ব্র্যাক ৩৫ টি জেলায় করোনা প্রাদুর্ভাব হ্রাস করণের লক্ষে এবং মৃত্যুহার রোধে ‘‘ কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দুর্গ’’ নামক প্রকল্পটি কাজ করবে। মাস্ক বিতরণের পাশাপাশি ব্র্যাক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করবেন। কমিউনিটি গ্রুপ ও সাপোর্ট গ্রুপের সদস্যদের সহযোগিতা নিয়ে মাস্ক পরা, সামাজিক দুরত্ব বজায় রাখা, নিয়মিত সাবান দিয়ে হাত ধোওয়ার চর্চা, লক্ষনযুক্ত ব্যক্তিকে কোয়ারেন্টাইন/আইসোলেসন এবং প্রয়োজনে নমুনা পরীক্ষায় উদ্বুদ্ধ করায় কাজ করবেন। এছাড়া টিকা প্রাপ্যতার ভিত্তিতে টিকা গ্রহণে কমিউনিটি মানুষকে উদ্বুদ্ধ করা সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবেন।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, বর্ডার জেলা হিসেবে সিলেটে ব্র্যাকের এ সময়োপযোগি কার্যক্রম গ্রহণ করার জন্য ভূয়সী প্রশংসা করেন এবং স্বাস্থ্যবিধি মেনে কাজ করার জন্য পরামর্শ দেন। মাস্ক বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেটের ডিভিশনাল ম্যানেজার পার্টনারশিপ স্ট্রেনদেনিং ইউনিট রিপন চন্দ্র মন্ডল, ব্র্যাক জেলা সমন্বয়ক অনিক আহম্মেদ অপু, আঞ্চলিক সমন্বয়ক ব্র্যাক নগর উন্নয়ন প্রকল্প মো: তুহিন আলম, এলাকা ব্যবস্থাপক, স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি মো: ফারুক আহম্মেদ, এলাকা ব্যবস্থাপক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি মোঃ নজরুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক মোঃ সাইফুল আলম ভূইয়া, শাখা ব্যবস্থাপক মোঃ শাহেদ উজ্জান, নগর উন্নয়ন প্রকল্প মো: কামরুজ্জামান প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন