মৌলভীবাজার সংবাদদাতা: গতকাল মৌলভীবাজার জেলার বড়লেখা থানার শিক্ষা অফিসের হিসাব রক্ষক সহ শিক্ষা অফিসের তিন জন গ্রেফতার করেছে বড়লেখা থানার পুলিশ। গোপন সংবাদের বিত্তিতে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। বড়লেখা থানার শিক্ষা অফিসার জানান বিরাট অংকের টাকার বিনিময়ে অফিসের হিসাব রক্ষক সমরেশ চন্দ্র নাথ প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রশ্নপত্র পাশ করেন এবং অফিসের বিভিন্ন নথিপত্রের গোপনীয়তা বিভিন্ন ব্যক্তির কাছে প্রকাশ করেন। এতে তার সাথে জড়িত অফিসের দারোয়ান সহ প্রশ্নপত্র পাশের সিন্ডিকেট এর একজন গ্রেফতার হন। সিন্ডিকেটের সাথে জড়িত বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।