• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ সদর হাসপাতালের দুই ডাক্তার ও দুই নার্স করোনায় আক্রান্ত

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ২৩, ২০২১
সুনামগঞ্জ সদর হাসপাতালের দুই ডাক্তার ও দুই নার্স করোনায় আক্রান্ত
সুনামগঞ্জ প্রতিনিধি ::: ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের দুই জন চিকিৎসক ও দুই জন নার্স করোনা আক্রান্ত হয়েছেন।   আক্রান্ত দুই চিকিৎসক হলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. শ্যামল চন্দ্র বর্মন ও হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস।   তবে করোনা আক্রান্ত দুই জন নার্সের নাম তাৎক্ষণিক জানা যায়নি। তবে তাঁরা নিজ বাসায় কোয়ারান্টাইনে আছেন বলে জানা গেছে।  দুই জন চিকিৎসক ও দুই জন নার্স করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম। সবাই নিজ নিজ বাসায় কোয়ারান্টাইনে আছেন বলে জানান তিনি।   জানা যায়, সুনামগঞ্জ সদর হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. শ্যামল চন্দ্র বর্মন গত ১৯ জুলাই সোমবার করোনা পজিটিভ হন। এরপর থেকে তিনি নিজ বাসায় কোয়ারান্টাইনে রয়েছেন।   এদিকে সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস ২০ জুলাই বুধবার করোনা পজিটিভ হন। করোনা পজিটিভ হওয়ার পর থেকেই তিনিও সুনামগঞ্জ শহরের নিজ বাসায় কোয়ারান্টাইনে আছেন।    প্রসঙ্গত, ডা. শ্যামল চন্দ্র বর্মনের ডা. লিপিকা দাস
সুনামগঞ্জ সদর হাসপাতালের স্ত্রী অব্স এন্ড গাইনী বিভাগের জুনিয়র কনসালটেন্ট। ডা. সৈকত দাসের স্ত্রী ডা. ঈশিতা দাশ সুনামগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের গাইনি ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার।
সংবাদটি শেয়ার করুন