• ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কঠোর লকডাউনের চতুর্থ দিনে বানিয়াচংয়ে প্রশাসনের কঠোর অবস্থান

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ২৬, ২০২১
কঠোর লকডাউনের চতুর্থ দিনে বানিয়াচংয়ে প্রশাসনের কঠোর অবস্থান
বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধিঃ-আজ সোমবার বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুদ্দিন মোহাম্মদ রেজা ও মোঃ আসাদুল হক যৌথ ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন। তাদের কে সার্বিক সহযোগিতা করেন ক্যাপ্টেন নিয়াজ ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ অদুদ সহ সেনাবাহিনীর সদস্যগণ। সকাল ১০ টায় বড় বাজার সহ বানিয়াচংয়ের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। প্রতিদিনের ন্যায় আজ মানুষ কে শারীরিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় জিনিস কিনতে বলা হয়। অযথা ঘুরাফেরা না করে ঘরে থাকতেও বলা হয়। অন্যথায় মোবাইল কোর্টে সাজার দেয়া ঘোষণা দেয়া হয়। কারন ছাড়া বাহিরে বের হওয়া মানুষজন কে আজও আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়তে হয় এবং তাদের কাছে কারন ব্যাখ্যা করতে হয়, সন্তোষজনক জবাব না দেয়ায় বেশ কয়জন কে আধ ঘন্টা রোদে দাঁড়িয়ে রাখা হয়। আজ একাধিক ব্যক্তিকে শাস্তি হিসাবে মাস্ক কিনে রাস্তায় বের হওয়া প্রয়োজনীয় কাজে লোক জনের মাঝে বিতরণ করতে বাধ্য করা হয়। পূর্বের ন্যায় টমটম, মোটরসাইকেল ও সব ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি অব্যাহত আছে। মোবাইল কোর্টের সাথে সার্বক্ষণিক ছিলেন সিনিয়র সাংবাদিক আবদুল হক মামুন,  এশিয়ান টিভির আনোয়ার হোসেন এবং বিজয়ের প্রতিধ্বনি সাংবাদিক শেখ নুরুল ইসলাম ও সাংবাদিক ইয়াছিন আরাফাত মিল্টন। বড় বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, সহসভাপতি নুরুল হক।
সংবাদটি শেয়ার করুন