• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিভাগে আরও ১৭ জনের মৃত্যু, ১৪ জনই সিলেটের

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ৩১, ২০২১
বিভাগে আরও ১৭ জনের মৃত্যু, ১৪ জনই সিলেটের

যুগভেরী রিপোর্ট :::: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৪ জনই সিলেট জেলার।

এই সময়ে নতুন করে আরও ৮০২ জনের করোনার সংক্রমণ ধরা পড়েছে। যা চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। মৃত্যুর দিক থেকেও সর্বোচ্চ।

শুক্রবার (৩০ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১৭ জন। এর মধ্যে ১৪ জনই সিলেট জেলার বাসিন্দা, অপর ৩ জন মৌলভীবাজারের।

এর আগে গত বুধবার (২৮ জুলাই) সিলেট বিভাগে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছিল। একইদিনে সর্বোচ্চ ৭৩৬ জনের করোনা শনাক্ত হয়েছিলো।

স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪১৩ জন, সুনামগঞ্জে ১২১, হবিগঞ্জে ৫১ জন, মৌলভীবাজারে ১৬৬ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে সিলেটে বিভাগের চার জেলায় মিলে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ১ শত ১৬ জন। যার সর্বোচ্চ সিলেট জেলায় ২১ হাজার ২ শত ২৫ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৫ শত ৭৩ জন, হবিগঞ্জে ৪ হাজার ৪ শত ৫১ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৩ শত ৬৪ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩ হাজার ২ শত ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৪ জন। এরমধ্যে সিলেট জেলাতেই ৫৩৮ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ৫৯ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৮ জনের প্রাণহানি হয়েছে মহামারি করোনায়।

অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা জয় করেছেন ৪১৩ জন। এবং নতুন করে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৬ জন। বর্তমানে সিলেট বিভাগে ৪০২ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন