সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডে আগামী ৭ আগস্ট থেকে সবার জন্য করোনা (কোভিড-১৯) ভ্যাকসিন প্রদান করা হবে। সিটির প্যানেল মেয়র (১) ও ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন জানান, যাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ১৮ বছর পূর্ণ হয়েছে তাদেরকে কোভিড-১৯ ভ্যাকসিন (মর্ডানা) টিকা প্রদান করা হবে।এজন্য ভ্যাকসিন গ্রহন কারীকে ২ কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রত্যেকের মোবাইল নং সঙ্গে আনতে হবে। টার্মিনাল পুলিশ ফাড়িঁ পাশ্ববর্তী নগর স্বাস্হ্য কেন্দ্র (পুরুষ) ও কাউন্সিলর কার্যালয় কদমতলী (মহিলা) প্রতিদিন সকাল ৯টা- বিকেল ৩টা পযর্ন্ত (৬দিন) ধারাবাহিক ভ্যাকসিন প্রদান করা হবে। ভ্যাকসিন গ্রহনের সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে টিকা কেন্দ্রে আসতে হবে। প্রেস-বিজ্ঞপ্তি ।