• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটের জৈন্তাপুর থেকে আমদানি নিষিদ্ধ নাসির বিড়িসহ যুবক গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ১৮, ২০২১
সিলেটের জৈন্তাপুর থেকে আমদানি নিষিদ্ধ নাসির বিড়িসহ যুবক গ্রেপ্তার

যুগভেরী ডেস্ক ::: সিলেটের জৈন্তাপুর থেকে ১ লাখ ৫ হাজার আমদানি নিষিদ্ধ শেখ নাসির বিড়িসহ রফিক (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃত রফিক জৈন্তাপুর থানার হেমু মাঝপাড়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। এসময় চোরাচালান পরিবহন করা নোহা মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে জৈন্তাপুরের সিলেট তামাবিল- মহাসড়কের ঠাকুরের মাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান। তিনি জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন