• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কানাইঘাট মুলাগুল প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২১
কানাইঘাট মুলাগুল প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট মুলাগুল প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকেল ৪টায় স্থানীয় সুলটুনি মাঠে অনুষ্ঠিত হয়।
বিপুলসংখ্যক দর্শকদের উপস্থিতিতে ফাইনাল খেলায় গোল ০ ভাবে শেষ হলে টাইব্রেকারে ৪-৫ গোলে ডাউকেরগুল ধুমকেতু স্পোটিং ক্লাব মুলাগুল আদর্শ স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌর্ব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলকে ২১” এল ইডি টিভি ও রানার্সআপ দলকে ট্রপি তুলে দেন  অতিথিবৃন্দ।
উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত  ছিলেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান। টুর্নামেন্ট কমিঠির সভাপতি সাবেক ইউপি সদস্য সয়েফ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা শুয়েব আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, সিলেট প্রেসক্লাবের সদস্য কাওসার আহমদ,কানাইঘাট প্রেসক্লাবের সহ-সম্পাদক মাহবুবুর রশীদ, দপ্তর সম্পাদক মুমিন রশীদ,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, রাজনীতিবিদ সফিকুর রহমান মেনন।
সাবেক কৃতি ফুটবলার প্রবাসী হেলাল আহমদ, বক্তব্য রাখেন বিশিষ্ট পাথর ব্যবসায়ী মোস্তফা কামাল, আশরাফুল আম্বিয়া,আলী আহমদ চৌধুরী, সোহেল চৌধুরী, আব্দুর রহমান জীবন,রুহুল আহমদ সহ টুর্নামেন্ট কমিঠির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।পুরুষ্কার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক এম এ হান্নান বলেন দেশে করোনার পাদুর্ভাব থাকায় ১বছর সব ধরণের খেলাধুলা বন্দ ছিলো।
এলাকার তরুণ ও যুব সমাজের উদ্যোগে মুলাগুল প্রিমিয়ার ফুটবল লীগের শুভ সূচনার পর কয়েক হাজার দর্শকদের উপস্থিতিতে সফল ভাবে ফাইনাল খেলা সম্পুর্ণ করার জন্য তিনি টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানান । সেই সাথে কানাইঘাটের পূর্বাঞ্চলে প্রাচিনতম সুলটুনি খেলার মাঠকে মিনি স্টেডিয়ামে রুপান্তরিত করে অত্র অঞ্চলের ক্রিড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকারের পৃষ্টপুষকতার দাবী জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন