বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিষদে টানা তিনবারের উপদেষ্টা, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু নছরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন।
এক শোক বার্তায় তৌফিক বকস্ লিপন সৈয়দ আবু নছরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য শনিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী, শত শত রাজনৈতিক নেতাকর্মী রেখে গেছেন। প্রেস-বিজ্ঞপ্তি