নিজস্ব সংবাদদাতা, গোলাপগঞ্জ
গোলাপগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। ইতোমধ্যে পুরো ক্যাম্পাসের চিত্র এখন দৃশ্যমান তাছাড়া পুরো প্রকল্পের প্রায় ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগামী জুনের মধ্যে শতভাগ কাজ শেষ হবে বলে আশা সংশ্লিষ্টদের।
জানাযায়, সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধিনে ১৪ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে প্রায় দেড় একর জমির উপর নির্মাণ হচ্ছে গোলাপগঞ্জ সরকরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। ২০১৮ সালের এপ্রিল মাসে উপজেলার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের আমুড়া ইউনিয়নের ধারাবহর এলাকায় এর নির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য, সিলেট-৬ আসনের বর্তমান সাংসদ নুরুল ইসলাম নাহিদ। উদ্বোধনের পর পরই সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করে। তারা জানান, ৫ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ৩০ টি কক্ষের কাজ শেষ পর্যায়ে। এছাড়া ৪তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনে ১৮টি কক্ষ থাকবে। শিক্ষার্থীদের প্র্যাক্টিকেল ক্লাসের জন্য থাকবে একতলায় ওয়ার্কসপ ভবন। সংশ্লিষ্টরা বলেন, এখানে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কারিগরি বিষয় অন্তর্ভূক্ত থাকবে। এবং প্রতিষ্ঠানটিতে ওয়েল্ডিং, ইলেকট্রনিক্স কনস্ট্রাকশন সহ নতুন নতুন বিভিন্ন বিষয় পড়ানো হবে। এদিকে এ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে উপজেলায় কারিগরি শিক্ষায় নতুন দিগন্তের সূচনা হচ্ছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেন এলাকার বিশিষ্টজন। স্থানীয় বাসিন্দা, বিশিষ্ট সাংবাদিক অজামিল চন্দ্র নাথ বলেন, নির্মাণাধীন এ প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা অর্জন করে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের যেমন দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি হবে তেমনি দেশের অর্থনীতিতে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় বাসিন্দা ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর বলেন, দেশের তরুণ জনগোষ্ঠিকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। আর এ বিষয় বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় দেশে প্রথম পর্যায়ে ১০০টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ কাজের প্রকল্প হাতে নেওয়া হলে গোলাপগঞ্জে স্থানীয় সাংসদ নুরুল ইসলাম নাহিদের ঐকান্তিক প্রচেষ্ঠায় এ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হচ্ছে।
এ ব্যাপারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম বলেন, গোলাপগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং আগামী বছরের জুন মাসের মধ্যে পুরো কাজ সম্পন্ন হওয়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রম চালু করতে পারবে এ প্রতিষ্ঠান।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির বলেন, অর্থনৈতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে সরকার কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে। কারিগরি শিক্ষা কর্ম সংস্থানের ক্ষেত্রে অধিকতর সহায়ক ভূমিকা পালন করে। বর্তমান প্রতিযোগিতার যুগে টিকে থাকতে এবং নেতৃত্ব দিতে হলে আমাদের কারিগরি জ্ঞান ও দক্ষতা অর্জন অপরিহার্য।