• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

হামলায় শ্রমিক লীগ নেতার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৫, ২০২০
হামলায় শ্রমিক লীগ নেতার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন

যুগভেরী ডেস্ক :::  পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জুয়ল প্যাদাকে (৩৫) বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে সন্ত্রাসীদের হামলায়।

উপজেলার পূর্ব টিয়াখালী এলাকার পূর্ব রজপাড়া হাওলাদার বাড়ির সামনে বুধবার (৪ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

গুরুত্বর আহত অবস্থায় জুয়েল প্যাদাকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান  জানান, ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, জুয়েল প্যাদার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। হাতের কব্জি সন্ত্রাসীরা নিয়ে গেছে কিংবা ঘটনাস্থলে পরে আছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন