সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য রাশেদুল হোসেন সোয়েবের বড়ভাই নগরীর কালিঘাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন শনিবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ১০ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন।
এদিকে, সাংবাদিক সোয়েবের বড়ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রোববার (৬ ফেব্রুয়ারি) বেলা ২টায় দক্ষিণ সুরমাস্থ পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি