• ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীমঙ্গলে চায়ের টেস্টিং ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ৬, ২০২২
শ্রীমঙ্গলে চায়ের টেস্টিং ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

চৌধুরী ভাস্কর হোম, মৌলভীবাজার
বাংলাদেশে চায়ের রেকর্ড উৎপাদনের পর এবার কোয়ালিটির দিকে নজর দিচ্ছে চা বোর্ড। এ লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫ দিনের টি টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। কর্মশালায় প্রথম ধাপে পঞ্চগড়, লালমনিরহাট সহ সারা দেশের বিভিন্ন চা বাগান ও চা নিলামকারী বিভিন্ন ব্রোকার্স হাউজের ৩২জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।
বাংলাদেশ চা বোর্ডের শ্রীমঙ্গলস্থ প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) মিলনায়তনে চা উৎপাদন এবং ব্যবসার সাথে জড়িত ব্যক্তিবর্গদের দক্ষতা উন্নয়নকল্পে বাংলাদেশ চা বোর্ডের শ্রীমঙ্গলস্থ প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হক এর সভাপতিত্বে আয়েজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আলী, বাংলাদেশ চা বোর্ডের সচিব মোহাম্মদ রুহুল আমীন এবং ফিনলে কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার জি এম শিবলী। এছাড়াও সিনিয়র টি প্লান্টার, ব্রোকার্স হাউজের অভিজ্ঞ টি টেস্টার এবং বিটিআরআই ও পিডিইউ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণসহ দেশের অন্যান্য অঞ্চল থেকে আসা চা শিল্পের সাথে জড়িত ব্যক্তিবর্গারা । ৫দিন ব্যাপী এ কর্মশায় প্রথম দিন রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চা বিজ্ঞানী ড. মো: ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম বলেন, “বাংলাদেশে এখন চায়ের উৎপাদন ক্রমবর্ধমান পর্যায়ে রয়েছে। বর্তমানে দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় আমাদের চায়ের উৎপাদন অনেক বেশি হচ্ছে। চা রপ্তানির ক্ষেত্রে কোয়ালিটি চা উৎপাদনের কোন বিকল্প নেই। কোয়ালিটি ধরে রেখে ২০২৫ সালে ১৪০ মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষমাত্রা নিয়ে তারা কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন