• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে সংসদ সদস্য মানিক এমপির সমঝোতায় দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ৮, ২০২২
ছাতকে সংসদ সদস্য মানিক এমপির সমঝোতায় দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি

 শংকর দত্ত, ছাতক প্রতিনিধি : ছাতকে সংসদ সদস্য মানিক এমপির সমঝোতায় পুরাতন বিরোধের নিস্পত্তি হয়েছে। ৭ মার্চ, ছাতক শহরের পৌর এলাকার তাতিকোনায় এই বিরোধের নিস্পত্তি হয়েছে। এতে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার সাবেক মেয়র মজনু মিয়া ও বর্তমান প্যানেল মেয়র ৭নং ওয়ার্ড কাউন্সিলর তাপস চৌধুরী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল হক ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ছালিক মিয়া। বিশ্বস্থ সূত্রে জানা যায়, জুন ২০ ইং সনে ছাতক পৌরসভার অত্যন্ত স্বনামধন্য এবং প্রভাবশালী গ্রাম তাতিকোনায় নির্বাচনী প্রচার নিয়ে মজনু মিয়া ও শাহ অালমের মধ্য অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকদন্ডতা ঘটে । তারই সূত্র ধরে দীর্ঘ দুবছর যাবৎ উভয় পক্ষের মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি হয়। উক্ত বিষয় নিয়ে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক উভয়পক্ষকে সমঝোতার জন্য দিক-নির্দেশনা দেন। এবং তাহার রাজনৈতিক সহকর্মী অ্যাডভোকেট রুমান আজাদ এবং অ্যাডভোকেট সায়াদুর রহমানের ছায়াদ এর মধ্যস্থতায় প্যানেল মেয়র তাপস চৌধুরী, শফিউল হক, ছালিক মিয়া ও সাবেক কাউন্সিলর নওসাদ মিয়া, অাপ্তাব মিয়া ও দিলোয়ার মিয়ার উপস্থিতিতে এলাকার গণ্যমান্য মুরব্বিদেরকে নিয়ে বিরোধের নিষ্পত্তি হয়েছে। এই বিরোধের নিষ্পতিতে উভয় পক্ষ অানন্দিত হয়েছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন