গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছের মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব। ৭ মে শনিবার ভোর ৫ টা ২০ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ২ছেলে ৪মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই জামে মসজিদ মাঠে ৭ মে শনিবার দুপুর ২ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়। এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র সহ সভাপতি রতন মনি চন্দ, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ।