যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি এম আবদুল হামিদ।
তার উত্তরসূরি রাজা চার্লসের কাছে পাঠানো শোক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “গভীরতম দু:খের সাথে এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি বিশ্বে দীর্ঘতম সময় সিংহাসনে থাকা মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
৮ সেপ্টেম্বর, ২০২২ তারিখের বার্তায়, তিনি রাজা তৃতীয় চার্লসকে লিখেছেন: “গভীর শোক ও কষ্টের এই মুহূর্তে আপনার এবং আপনার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আমার শোক ও সমবেদনা জানাচ্ছি।”
বিশ্বে তার অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, রানি দ্বিতীয় এলিজাবেথকে যুক্তরাজ্যের জনগণ এবং কমনওয়েলথ ও অন্যান্য রাজ্যের জনগণের প্রতি তার ৭ দশকের সেবা, কর্তব্য ও নিষ্ঠার জন্য সর্বদা স্মরণ ও শ্রদ্ধা করা হবে।
রাষ্ট্রপতি আরো বলেন, “সর্বশক্তিমান ঈশ্বর মহামান্য রাণীর বিদেহী আত্মাকে চির শান্তি ও পরিত্রাণ দিয়ে আশীর্বাদ করবেন এবং রাজপরিবারের সদস্যদের এবং যুক্তরাজ্যের শোকাহত জনগণকে এই ক্ষতি সহ্য করার সাহস ও দৃঢ়তা দান করবেন।”
ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২২ (বাসস)