• ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কিংবদন্তি পেলের ক্যান্সারের সঙ্গে লড়াই চলছে

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২২
কিংবদন্তি পেলের ক্যান্সারের সঙ্গে লড়াই চলছে

যুগভেরী ডেস্ক ::: বিশ্বকাপ চলছে, কিন্তু একই সঙ্গে অন্যান্য সংবাদমাধ্যমেও চোখ রাখতে হচ্ছে। কখন দুঃসংবাদটা এসে যায় তা তো বলা মুশকিল।
তবে দুঃসংবাদ নয় সুখবরই দিলেন পেলে। দিনভর তাকে নিয়ে নানা উদ্বিগ্ন-দুশ্চিন্তায় ডুবে থাকা ভক্তদের শান্ত থাকার বার্তা দিলেন তিনি।

ক্যান্সারের সঙ্গে অনেকদিন ধরেই লড়াই চলছে কিংবদন্তি এই ফুটবলারের। শরীর সাড়া না দেওয়া আজ (ব্রাজিলের সময়) লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। এই খবর পাওয়ার পর থেকেই তিনটি বিশ্বকাপ জেতা এই ফুটবলারের সুস্বাস্থ্য কামনা করতে ফুটবল বিশ্ব। বেশ কয়েকটি জায়গায় আবার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে।

ভক্তদের ডাকে কীভাবেই বা সাড়া না দিয়ে পারেন পেলে। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় এই ব্রাজিলিয়ান লেখেন, ‘বন্ধুরা আমি সবাইকে শান্ত ও ইতিবাচক রাখতে চাই। প্রচুর আশা নিয়ে নিজেকে বেশ শক্ত রেখেছি আমি এবং যথারীতি চিকিৎসা মেনে চলছি। যেই পরিমাণ যত্ন আমি পেয়েছি তাতে পুরো মেডিক্যাল ও নার্সিং দলকে ধন্যবাদ জানাতে চাই। ’
‘ঈশ্বরের প্রতি আমার অগাধ আস্থা রয়েছে এবং সারা বিশ্ব থেকে প্রাপ্ত আপনাদের ভালোবাসার প্রতিটি বার্তা আমাকে পুরো উজ্জীবিত রাখে। বিশ্বকাপে ব্রাজিলকে দেখাটাও!’

এর আগে গত বুধবার ৮২ বছর বয়সি পেলেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, পেলের শ্বাসতন্ত্রের সংক্রমণ দেখা দিয়েছে। বৃহস্পতিবার থেকে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন