• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাংবাদিক মনোয়ার যুক্তরাজ্যে সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২২
সাংবাদিক মনোয়ার  যুক্তরাজ্যে সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক

যুগভেরী ডেস্ক ::: মনোয়ার জাহান চৌধুরী নিজস্ব প্রতিবেদক (যুক্তরাজ্য) হিসেবে দৈনিক সময়ের আলো পত্রিকার নিয়োগ পেয়েছেন। এর আগে একই প্রতিষ্ঠানের সিলেট ব্যুরো প্রধান হিসেবে কাজ করেন।

তিনি দৈনিক মানবকণ্ঠের সিলেটের সাবেক ব্যুরো প্রধান, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম এর সাবেক ব্যুরো প্রধান, দৈনিক সবুজ সিলেটের সাবেক নিউজ ইনচার্জ, দৈনিক শ্যামল সিলেটের সহকারি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য।

সাংবাদিক মনোয়ার জাহান চৌধুরী ২০০৭ সালে সিলেটের জৈন্তাপুর উপজেলার খাসিয়া সম্প্রদায়ের জীবনযাত্রা নিয়ে দৈনিক শ্যামল সিলেটে ধারাবাহিক প্রতিবেদন করে আলোচিত হন। একই সঙ্গ জৈন্তারাজ্যের ইতিহাস-ঐতিহ্য নিয়েও ধারাবাহিক প্রতিবেদন করেন তিনি।

প্রসঙ্গত, সিলেটের এই তরুণ সাংবাদিক নদ-নদী নিয়ে গবেষণা করেন। ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে সিলেটের নদ-নদী নিয়ে তাঁর গবেষণা কর্ম উপস্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন