• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শহীদ তালেবরাই লাল সবুজের পতাকা এনে দিয়েছেন : মিসবাহ সিরাজ

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২২
শহীদ তালেবরাই লাল সবুজের পতাকা এনে দিয়েছেন : মিসবাহ সিরাজ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ডিসেস্বর মাস বিজয়ের মাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এ দেশের সর্বস্তরের জনতা দীর্ঘ নয় মাস হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করে এক সাগর রক্তের বিনিময়ে এ মাসে অর্জন করে তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। তৎকালীন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপনাদের হাওর পাড়ের অহংকার তালেব উদ্দিন দেশের জন্য তাজা প্রাণ বিসর্জন দেন।

তিনি বলেন, শহীদ তালেবসহ অসংখ্য শহীদের রক্তে ভেজা আমাদের প্রিয় মাতৃভুমির স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করতে বিএনপি -জামায়াত চক্র আজ ও নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সকল ষড়যন্ত্রের জবাব দিতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সবাই কে মিলমিশে কাজ করতে হবে। আপনাদের হাওর পাড়ের অহংকার শহীদ তালেবের স্মৃতি ধরে রাখতে আপনারা তালেব স্মৃতি সংসদ এর তার কৃর্তি ধরে রাখার যে মহতি উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। শহীদ তালেবরাই আমাদের কে তাদের রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা, স্বাধীনতা, গণতন্ত্র এনে দিয়েছেন। তাদের আত্মত্যাগ, দেশপ্রেম কে বাঁচিয়ে রাখতে সকলে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

রোববার বিকেলে শহীদ তালেব প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিরাই সোলজার ক্লাবের আয়োজনে সংগঠনের উপদেষ্টা মুজাহিদ সর্দারের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক শাহান মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী সম্পাদক মন্ডলীর সাবেক সদস্য, সিলেটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, তৈমুন্নছা ফাউন্ডেশনের চেয়ারম্যান এহিয়া আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট কবির আহমদ বাবর, সিলেট আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সমাজকর্মী আখলাক হোসেন।

বক্তব্য রাখেন সোলজার ক্লাবের সাংগঠনিক আলেক মিয়া, কলেজ ছাত্রলীগের আহবায়ক মারুফ আহমেদ জয় প্রমুখ। সভা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন