যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জের চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে জহুর হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে ওই জরিমানা করা হয়।
জহুর হোসেন উপজেলার ১ নম্বর গাজীপুর মানিকভান্ডার গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
অভিযান পরিচালনা করেছেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ১ নম্বর গাজীপুর ইউপির মানিক ভান্ডার, উসমানপুর এলাকা ফসিল জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে তাকে এই জরিমানা করা হয়। অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছে।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও আফিয়া আমীন পাপ্পা বলেন, ‘বালু ও মাটি ব্যবস্থাপনা আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।