• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বিএইচবিএফসি’র শীতবস্ত্র বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৩
দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বিএইচবিএফসি’র শীতবস্ত্র বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুঃস্থ, অসহায় ও চিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)।
বুধবার (২৫ জানুয়ারি) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৮ নং কালীঘাট ইউনিয়ন পরিষদের জাগছড়া চা বাগানের দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ‘শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময়  বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) সিলেট জোনের জোনাল ম্যানেজার মো: গোলাম মোস্তফা’র তত্ত্বাবধানে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচবিএফসি শ্রীমঙ্গল শাখার ম্যানেজার আক্তার হোসেন। এছাড়াও এসময় বিএইচবিএফসি অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের অনুমোদন মোতাবেক, ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে দেশের অন্যান্য এলাকার ন্যায় অত্র অঞ্চলে দুঃস্থদের মাঝে শীত বস্ত্রসমূহ বিতরণ করে বিএইচবিএফসি কতৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন