• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চুনারুঘাটে হরিণের মাংস বিক্রি, ৭ জনকে অর্থদণ্ড

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৩
চুনারুঘাটে হরিণের মাংস বিক্রি, ৭ জনকে অর্থদণ্ড

যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জের চুনারুঘাটে বনের হরিণের মাংস বিক্রির অভিযোগে ৭ জনকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার আদালত-৪ এর বিচারক এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার দক্ষিণ শনখলা গ্রামের মৃত আব্দুল মন্নাফের পুত্র আব্দুল করিম, আব্দুল্লাহর পুত্র নুর মিয়া, জব্বার আলীর পুত্র জাহির উদ্দিন, আমীন উল্লার পুত্র এংরাজ মিয়া, চান্দ আলীর পুত্র আব্বাস আলী, রহমত আলীর পুত্র মরম আলী।

উল্লেখ্য যে, গত ১৩ এপ্রিল ৯টার সময় আসামিরা জঙ্গল থেকে একটি হরিণ শিকার করে এনে জবাই করে মাংস বিক্রি করে। এ ঘটনায় কালেঙ্গা রেঞ্জের বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান বাদী হয়ে থানায় মামলা করেন। মামলা শেষে আদালতে আসামিরা হাজির হন। আসামিরা দোষ স্বীকার করে নিলে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৭ জনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে।

সংবাদটি শেয়ার করুন