• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

মধ্যরাতে শিববাড়িতে মার্কেটে আগুনে

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৩
মধ্যরাতে শিববাড়িতে মার্কেটে আগুনে

যুগভেরী ডেস্ক ::: মধ্যরাতে সিলেট নগরীর শিববাড়ি এলাকার একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে শিববাড়ি দেব মার্কেটে আগুনের সূত্রপাত ঘটেছে।

আগুন লাগার এ বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আলাউদ্দিন জানান, রাতে আগুন লাগার খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আড়াই টার দিকে মার্কেটের একটি দোকানে আগুন লাগে। কিছু সময়ের মধ্যে দোকানটি ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে বিভিন্ন দোকানের ব্যবসায়ী ও কর্মচারীরা এসে আগুন দেখে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আলাউদ্দিন বলেন, মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগে ১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষনিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন