কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে ৪৭ বোতল ভারতীয় মদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, গত বুধবার রাত ১১টার দিকে থানার এসআই রাম চন্দ্র দেব, পার্থ সারথী দাস সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার আল-রিয়াদ কমিউনিটি সেন্টারের পাশ থেকে বোরহান রাস্তায় একটি অনটেস্ট অটোরিক্সা সিএনজি গাড়ীতে তল্লাশী করে ৪৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ ও সিএনজি চালক সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, পাশর্^বর্তী জৈন্তাপুর উপজেলার আঞ্জাগ্রামের মৃত তজম্মুল আলীর পুত্র হবিব আলী (৫০), লিয়াকত আলীর পুত্র সিএনজি চালক শাকিল আহমদ (২২) ও গৌরি (ভিত্রিখেল উত্তর) গ্রামের মৃত শওকত আলীর পুত্র আব্দুস সাত্তার (৪৫)। এ ঘটনায় থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।