যুগভেরী ডেস্ক ::: সিলেটের গোলাপগঞ্জে প্রতারণা মামলায় ৩ বছরের সাজা এড়াতে ২৫ বছর পালিয়ে থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন- উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বরায়া দক্ষিণভাগ রামপা গ্রামের নানু মিয়ার ছেলে সেবুল আহমদ (৪২)।
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে ২৫ বছর আগে একটি প্রতারণা মামলা হয়। সেই মামলায় তার ৩ বছরের সাজা হয়। সাজা এড়াতে ২৫ বছর তিনি বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলেন। অবশেষে রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।