সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাংবাদিক মঈন উদ্দিন ব্যাডমিন্টন র্যাকেট প্রতীক পেয়েছেন ।
শুক্রবার সিলেটের প্রধান নির্বাচন কর্মকর্তা ফয়ছল কাদের আনুষ্ঠানিক ভাবে মঈন উদ্দিনকে ব্যাডমিন্টন র্যাকেট প্রতীক প্রদান করেন।
ব্যাডমিন্টন র্যাকেট প্রতীক পাওয়ার পর মঈন উদ্দিন মহান সৃষ্টিকর্তার প্রতি শোকরিয়া জানিয়ে বলেন, তিনি নির্বাচিত হলে ২৭ নং ওয়ার্ডের সকল সম্মানিত ভোটারদের সাথে নিয়ে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে ২৭ নং ওয়ার্ডকে গড়ে তুলতে চান। তিনি ২১শে জুনের নির্বাচনের দিন তার নির্বাচনী প্রতীক ব্যাডমিন্টন র্যাকেট মার্কায় ভোট প্রদানের জন্য সবার প্রতি আকুল আহবান জানান। প্রেস-বিজ্ঞপ্তি।