• ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শপথ নিয়েছেন নব-নির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান ও মো. মহিউদ্দিন বাচ্চু

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ৭, ২০২৩
শপথ নিয়েছেন নব-নির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান ও মো. মহিউদ্দিন বাচ্চু

যুগভেরী ডেস্ক ::: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৬ আগস্ট সংসদ ভবনস্থ শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১৬০ নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান এবং ২৮৭ চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুকে শপথ বাক্য পাঠ করান।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান ও নবনির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা, ৬ আগস্ট, ২০২৩ (বাসস)

সংবাদটি শেয়ার করুন